Home » » ইন্টারনেট থেকে আয় : গুগল এডসেন্স এর অজানা তথ্য

ইন্টারনেট থেকে আয় : গুগল এডসেন্স এর অজানা তথ্য


ইন্টারনেট থেকে আয় : গুগল এডসেন্স এর অজানা তথ্য -

ফ্রিহোষ্টিং বনাম পেইড হোষ্টিং
গুগলের বিনামুল্যের ব্লগ ব্যবস্থা ব্লগার (www.blogger.com) ব্যবহার করে নিজস্ব সাইট তৈরী করা খুব সহজ। ব্লগার ব্যবহারের জন্য আপনাকে বিশেষ কিছু জানা প্রয়োজন হয় না, সহজেই এডসেন্স যোগ করা যায়। অন্যদিকে ওয়েবসাইট তৈরী জন্য রয়েছে ওয়ার্ডপ্রেস (wordpress) সহ নানাধরনের সফটঅয়্যার। এগুলির সাথে এডসেন্স ব্যবহারের জন্য নিজস্ব ডোমেন রেজিষ্ট্রেশন করতে হয়, সার্ভার ভাড়া করতে হয়। প্রশ্ন করা স্বাভাবিক কোনটি পছন্দ করবেন।
নিজস্ব ডোমেন এবং হোষ্টিং এর খরচ যেমন রয়েছে তেমনি সুবিধে অনেক বেশি। এই সফটঅয়্যারগুলি ব্যবহার করে এমন অনেক কাজ করা যায় যা ব্লগারে করা যাবে না। যেমন আপনি যদি আপনার সাইটে একটি মেসেজ বোর্ড যোগ করতে চান, সেটা ব্লগারে করা যাবে না।
তারচেয়েও বড় কথা, ব্লগার বিনামুল্যের। তারা সবসময় আপনাকে সেবা দিয়েই যাবে এমন কথা নেই। যে কোন সময় আপনার সাইট মুছে দিতে পারে তারা। যেহেতু তাদের কোন দায়বদ্ধতা নেই সেহেতু আপনার বলার কিছু নেই।
কাজেই, এডসেন্স ব্যবহার করে (বা অন্য কোনভাবে) ওয়েব সাইট থেকে আয় করতে চাইলে তাকে ব্যবসা হিসেবে দেখুন এবং নিজস্ব ডোমেন-হোষ্টিং ব্যবহার করুন।
অবশ্যই আপনি ব্লগার দিয়ে শুরু করতে পারেন অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। পরে তাকে অন্য যায়গায় সরাতে পারেন।
হোষ্টিং সার্ভিস পছন্দের বিষয়টিও ঝুকিপুর্ন মনে হতে পারে। অনেক ছোট হোষ্টিং সার্ভিস নিজেদের ব্যবসা গুটিয়ে সরে গেছে এমন উদাহরন রয়েছে। কাজেই প্রতিস্ঠিত হোষ্টিং সার্ভিস এর জন্য যোগাযোগ করাই ভাল। সার্ভার কোন দেশে সেটা যেহেতু কোন বিষয় না সেহেতু বিশ্বের  যে কোন যায়গার সার্ভার ব্যবহার করতে পারেন। বিশ্বের সেরা হোষ্টগুলির তথ্য পেতে পারেন ইন্টারনেটে সার্চ করেই।

ওয়েব সাইট কিভাবে তৈরী করবেন
আপনি মনে করতে পারেন কোনওয়েবসাইট ডিজাইনার দিয়ে আপনার সাইট তৈরী করিয়ে নেবেন, এরপর আপনি সেটা ব্যবহার করবেন। যদি আপনার সাইটে এমন কিছু ব্যবহার করেন যা করতে দক্ষতা এবং অভিজ্ঞতা প্রয়োজন তাহলে সেটা করতে পারেন। তারপরও, সেটা ব্যবহারের সময় আপডেট করতে হবে আপনার নিজেকেই। সেইসাথে সবকিছু দেখাশোনার দায়িত্বও আপনার। কাজেই আপনাকে কিছু শিখতেই হবে।
ওয়ার্ডপ্রেস (Wordpress) কিংবা জুমলা (Joomla)  জাতিয় সিএমএস সফটঅয়্যার ব্যবহার খুব সহজ যদি তৈরী টেম্পলেট ব্যবহার করেন। কিছুটা এইচটিএমএল/সিএসএস (HTML/CSS) শিখেই আপনি টেম্পলেটের পরিবর্তন করে নিজের উপযোগি করে নিতে পারেন।
যদি একেবারে নিজের মত করে তৈরী করে নিতে হয় তাহলে আপনাকে কোন সফটঅয়্যারের ব্যবহার শিখতে হবে। এজন্য CoffeeCup কিংবা Dreamweaver তুলনামুলক সহজ এবং উপযোগি সফটঅয়্যার। Site Build it! নামের সফটঅয়্যারটিও দেখতে পারেন। এগুলি ছাড়াও সহজে ওয়েবসাইট তৈরী অসংখ্য সফটঅয়্যার রয়েছে।

এডসেন্স থেকে আয়
তাহলে! আপনি এডসেন্স থেকে আয় করার জন্য সুবিধেজনক বিষয় ঠিক করেছেন, ওয়েবসাইট তৈরী করেছেন, ডোমেন রেজিষ্ট্রেশন করেছেন, তাকে সাভারে আপলোড করেছেন। এখন আয় করার জন্য আপনাকে গুগলের এডসেন্স রেজিষ্ট্রেশন করতে হবে।
এজন্য http://adsense.google.com সাইটে যান এবং তাদের ফরম পুরন করুন।

2 comments:

  1. বর্তমান সময়ে (2019 সালে) ইন্টারনেট থেকে আয় বলতে বা সহজ ইনকামের পথ বা উপায় হিসেবে গুগোল এডসেস্ন কে প্রথম এবং একটি নিরেপেক্ষ প্লাটফরম ধরা হয়।বর্তমানে Google Adsense এবং YouTube এর মাধ্যমে অনেকেই হাজার হাজার ডলার আয় করেছেন।
    বিস্তারিত জানতেঃ গুগোল এডসেস্ন একাউন্ট ক্রয়

    ReplyDelete

  2. ১০০% সত্য মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা অনলাইনে ইনকাম করতে চাইলে ভিজিট করুন
    Online Income Tips
    www.oitips2.blogspot.com

    ReplyDelete

Like us on Facebook
Follow us on Twitter
Recommend us on Google Plus
Subscribe me on RSS