Home » » বাংলাদেশ থেকে অনলাইন আয় করার উপায়

বাংলাদেশ থেকে অনলাইন আয় করার উপায়


বাংলাদেশ থেকে অনলাইন আয় রোজগারের ১০ উপায়


তুমি কি বাংলাদেশে থাকো? তুমি কি অনলাইনে আয় রোজগারের সঠিক উপায় খুঁজছো? তাহলে, আমার এই নিবন্ধটি পড়ো। এটি তোমার জন্য একটা সহায়ক হিসেবে কাজ করবে কারণ, অনলাইনে যে কিভাবে ঘরে বসে অনেকভাবে অর্থ উপার্জন করা যায়, তা এই নিবন্ধ পড়লে তুমি জানতে পারবে। আমি তোমাকে বলে রাখতে চাই যে, অনলাইনে আয় করা বাস্তব জীবনে আয় করার মতোই কঠিন। এখানে এমন কিছু রাস্তা আছে যেগুলোতে কাজ শুরু করা সহজ কিন্তু, এগুলো থেকে বেশী টাকা রোজগার করা যায় না। এ তুলনায় অন্যান্য উপার্জনের পন্থায় ভালো আয়ও হয় আবার, তা ধারাবাহিকভাবে বজায় থাকে। বাংলাদেশ থেকে অনলাইন আয় রোজগারের উপায়গুলো নিম্নরুপ,

১।পেড রিভিউ-এর মাধ্যমে আয় রোজগার

সার্ভে বা জরিপ একটা পুরাতন পদ্ধতি আর আমার মনে হয় তুমি এ বিষয়ে জানো। “সার্ভে” সাইটে তুমি গিয়ে নিবন্ধিত হবে আর সার্ভে বা জরিপ আসার অপক্ষা করবে; সার্ভে ফর্ম পূরণ করে তোমার মতামত জানাবে, ব্যস! প্রতিটি সার্ভের জন্যে তুমি টাকা পাবে। এখানে, এমন কিছু ব্যবস্থাও আছে যেখানে, ইমেইল পড়ার ও জবাব দেওয়ারও কাজ থাকে। সার্ভে সাইট হিসেবে অন্যতম জনপ্রিয় সাইট হচ্ছে-সার্ভে সেভী।

২।নিবন্ধ লিখে আয় রোজগার

এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো পাঠকদের লেখায় আপডেট হতে থাকে। কোন কোন সাইটে তারা লেখকদের সাথে মুনাফা ভাগ করে নেয়। তুমি এখানে বিভিন্ন নিবন্ধ লিখতে পারো আর তোমার আর্টিকেল বা নিবন্ধ যতো বেশি পাঠক পড়বে, তুমি ততো বেশি টাকা পাবে। “শুভং” নামক একটা ওয়েবসাইট আছে যারা তাদের লেখকদের সাথে শতকরা ১০ ভাগ গুগল এডসেন্স-এর লভ্যাংশও ভাগ করে নেয়।

৩।পিটিসি বা পেড-টু-ক্লিক এ আয় রোজগার

পিটিসি বা পেড-টু-ক্লিক এর সাহায্যে তুমি ওয়েবসাইট(শুধুমাত্র স্পনসরড্ সাইটগুলো‌)ব্রাউজ করার জন্যে টাকা পাবে। এতে আরো উপায় আছে যাতে ওয়েবসাইট সার্ফ করে, ওয়েবসাইট দেখে আর ওয়েবসাইট সার্চ করে টাকা উপার্জন। সত্যকথা বলতে কি, এই সাইটগলো আয়ের তুলনায় অনেক বেশী সময় অপচয় করে। এরা তোমার একেক ইউনিট এডের পেছনে তোমার ব্যয়ের তুলনায় খুবই কম টাকা দেয়। একটা জনপ্রিয় পিটিসি সাইট যারা ভালো অর্থ প্রদানও করে থাকে সেটি হচ্ছে- বাকস্‌.টু

৪।তোমার তোলা ছবির মাধ্যমে অর্থ উপার্জন

যদি তুমি একজন ফটোগ্রাফার বা চিত্রগ্রাহক হয়ে থাকো, তবে তোমার তোলা আকর্ষনীয় ছবিগুলো অনলাইনে বিক্রি করতে পারো। অনলাইনের ডিজাইনার্‌রা তাদের প্রজেক্টের জন্যে অনেক ছবি খুঁজে থাকেন, তুমি তাদের নিকট তোমার ছবিগুলো বিক্রি করতে পারো। তুমি তোমার ছবিগুলো আই-স্টক-ফটোস্‌ ওয়েবসাইটের মাধ্যমে বিক্রিও করতে পারো।

৫।গুগল এডসেন্সের মাধ্যমে আয় রোজগার

গুগল এডসেন্সে আয় করার জন্যে তোমার একটা সচল ওয়েবসাইট অথবা ব্লগ প্রয়োজন। তুমি নিশ্চয়ই দেখেছো এমন বিলবোর্ড বা পোস্টার যেখানে তারা(জনৈক অসাধু ব্যবসায়ীরা) দাবি করে যে, তুমি এখান ১০ থেকে ২০ ডলার দৈনিক আয় করতে পারবেএটা সম্পূর্ণ মিথ্যা কথা! গুগল এডসেন্স থেকে ইনকাম হয় তখন যখন, কেউ গুগলের সেসব এডে ক্লিক করে। কিন্তু, এখানে ইনকাম করার পূর্বে তোমাকে একটা তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট তৈরী করে নিতে হবে। কিন্তু, তোমাকে সেসব নকল এডসেন্স শেখার জায়গায় এই সেখানো হয় যে, কিভাবে চুরির লেখা দিয়ে একটা নকল ওয়েবসাইট বানাতে হয়, এটাতো আসল নয় কারণ এটা একটা ধোঁকাবাজি।
google.com/adsense

৬।তোমার মতামত প্রকাশের জন্যে টাকা পাবে

হ্যাঁ, এটিই নতুন দিনের আয় রোজগার মাধ্যম, এখন তুমি টাকা নিয়ে যেকোন ওয়েবসাইট বা কোম্পানীর ব্যাপারে তোমার মতামত দিয়ে একটা নিবন্ধ লিখে ফেলো তোমার ব্লগে। পেড রিভিউ সাইটগুলো কল্যাণে, এখন তারা(কোম্পানী বা ওয়েবসাইটগুলো) তোমাকে তাদের ব্র্যান্ড, পন্য বা ওয়েবসাইটের বিষয়ে লেখার জন্যে অর্থ পরিশোধ করবে। তোমার এই মতামত বা ব্লগ  তাদের নিয়ে বাজারে আলোড়ন সৃষ্টি করবে আর তারা পাবে অধিক পাঠক ও ক্রেতা। এরকম একটা জনপ্রিয় পেড্‌ রিভিউ সাইট হচ্ছে-সোস্যালস্পার্ক

৭।এফাইলিয়েট মার্কেটিং-এর মাধ্যমে আয় রোজগার(সেবামূলক গোষ্ঠীর সাহায্য করা)

এটি একটি পদ্ধতি যার মাধ্যমে তুমি তোমার ওয়েবসাইটে কোন পন্যের প্রচার করবে আর যখন পন্য বিক্রি হবে, তখন তুমি এর থেকে কমিশন পাবে। এখানে অনেক আধুনিক আর ভালো পন্য আছে যেগুলো বিক্রি করা যায় আর মানুষ কিনতেও আগ্রহী; তুমি একজন এফাইলিয়েট হয়েও কাজ করতে পারো। তুমি “ক্লিক ব্যাংক”-এর মাধ্যমে একজন এফাইলিয়েট হয়ে পন্য বিক্রয় করতে পারো।

৮।ব্যানার এডস্‌ বা “ব্যানার” জাতীয় বিজ্ঞাপন বিক্রি করে আয় রোজগার

যদি তোমার একটা প্রতিষ্ঠিত ওয়েবসাইট বা ব্লগ থাকে, তবে বিজ্ঞাপনদাতারা তোমার ব্লগে তাদের বিজ্ঞাপন দিতে দ্বিধাবোধ করবে না। একেই বলে, ব্যানার এডস্‌ অথবা সরাসরি ইনকামের সুযোগ। তোমার ওয়েবসাইটের জনপ্রিয়তা যতো বেশি হবে তোমার পাঠক সংখ্যা বাড়বে ততো বেশি হবে আর তোমার আয়ও বাড়তে থাকবে।

৯।ফ্রি-লেন্সিং বা অস্থায়ী কর্মী হিসেবে অর্থ উপার্জন

ঘরে বসে ফ্রি-লেন্সিং করা আয় রোজগারের একটা চমৎকার সুযোগ। তোমার যদি ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন অথবা এড্‌মিনিস্ট্রেশন বা তদারকির কাজে দক্ষতা থাকে তাহলে, তুমি অনলাইনে এসব কাজ করে আয় রোজগার করতে পারো। তুমি চাইলে ফ্রিলেন্সিংভিত্তিক একটা ক্যারিয়ারই গড়ে তুলতে পারো।

১০।টুইটার বিজ্ঞাপনের মাধ্যমে আয় করা

বিজ্ঞাপনদাতাগণ বর্তমানে তাদের ক্যাম্পেইন বা বিজ্ঞাপন উদ্যোগগুলো “টুইটার” বিজ্ঞাপনের মাধ্যমে ছড়িয়ে দিতে চাচ্ছেন। এজন্যে, তোমার কোন ব্লগ কিংবা ওয়েবসাইট থাকারও প্রয়োজন নেই। এমন অনেক কোম্পানী রয়েছে, যারা টুইটার বিজ্ঞাপনের কাজ করে থাকে যেমন- মেগ-এ-পাই।

অনলাইনে আয়ের টাকা বাংলাদেশে কিভাবে পাবেন?

ক।চেকে টাকা পাওয়া
এটা একটা ব্যাংকের চেক যেটি তুমি যেকোন ব্যাংক থেকেই উত্তোলন করতে পারবে। এডসেন্স ও অন্যন্য সাইট এরকম চেকে টাকা পাঠিয়ে থাকে। এটা বাংলাদেশে টাকা পাঠানোর সবচেয়ে সাধারণ ও জনপ্রিয় মাধ্যম।

খ।পেপেল-এর মাধ্যমে টাকা পাওয়া
পেপেল টাকা পাওয়ার একটি জনপ্রিয় মাধ্যম, যেটি তোমাকে অনলাইনে টাকা পেতে সাহায্য করবে। অবশ্য, এখনও পেপেল বাংলাদেশে আসেনি কিন্তু শীঘ্রই আসবে।

গ।পেওনিয়ার প্রিপেইড ডেবিট মাস্টারকার্ড
এটা বাংলাদেশে অনলাইনের টাকা পাওয়ার জন্যে নতুন একটা রাস্তা। তুমি অডেস্ক থেকে মাস্টারকার্ড পেয়ে সেই কার্ড থেকে টাকা উঠাতে পারো। পড়ে নাও-বাংলাদেশে অডেস্ক পেওনিয়ার প্রিপেড ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ প্রাপ্তি।
ঘ।মানিবুকারস্‌ থেকে টাকা প্রাপ্তি
মানিবুকারস্‌ অনেকটা পেপেলের মতোই আর এটা তোমার ব্যাংক একাউন্টের মতনও। বাংলাদেশে এটা প্রচলিত আছে। মানিবুকারস্‌
ঙ।এলার্টপে-এর মাধ্যমে টাকা পাওয়া
এটিও পেপেলের মতোই আর বাংলাদেশে প্রচলিত আছে। তুমি এর টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে উঠাতে পারো। এলার্টপে
চ।ই-গোল্ড ব্যবহার টাকা প্রাপ্তি
পেপেলের মতোই…ই-গোল্ড

আমি অনলাইনে কত টাকা আয় করতে পারবো?

এটা তোমার পরিশ্রম, দক্ষতা আর পদ্ধতির উপর নির্ভর করবে, তুমি চাইলে ৫০০০ থেকে ১০,০০০ টাকা প্রতি মাসে আয় করতে পারবে। আয় সম্পূর্ণ নির্ভর করে তোমার বিশ্বস্ততা ও পরিশ্রমের উপর। এখন, তুমি চাইলে ১৫,০০০ থেকে ৩০,০০০ টাকা বা উপরে ৫০,০০০ প্রতি মাসে উপার্জন করতে পারো। আমার একটা পরামর্শ নিতে পারো, এখানে সত্যিই অনেক টাকা বানানো যায় আর এটা কোন ফাজলামো নয়, তুমি যাই করো গম্ভীর হয়ে করবে আর কঠোর পরিশ্রম করবে। কখনো চুরি, ধোঁকাবাজি করবে না আর তোমার কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করবে।

তোমার মতামত জানাও

তুমি কি বাংলাদেশের লোক? তুমি কি অনলাইনে আয় করো? কিভাবে করো? কিভাবে শুরু করেছিলে? আমাকে জানাও, কোন প্রশ্ন থাকলে করে ফেলো আর দয়া করে এই পোস্টটি তোমার প্রিয় সোস্যাল মিডিয়াতে শেয়ার করো। ধন্যবাদ আর বেস্ট অফ সাক্‌সেস(সফলতা কামনা করছি)তোমার!

33 comments:

  1. ami online a income korta chai but ami kono way janina so amaka hellpe koro kaj shekhao jodi just advaice noy hellpe korar moto manushikota thakay contact me [ zubairalam7180@gmail.com]

    ReplyDelete
    Replies
    1. আসছালামু আলাইকুম
      আপনারা সকরলকেমন আছেন। আসাকরি
      ভালোই আছেন।যা হোক আর কথা বাড়াবো না
      এবার কাজের কথায় আসি
      অনলাইনে টাকা ইনকাম করার একটা
      সহজ উপায় হলো এটা প্রথমে এই লিংকে ডুকুন
      http://24by7job.com/?ref=4168
      সহজ
      আপনার নাম,ই-
      মেইল,পাসও
      য়ার্ড আর কিছু না account খুলা হয়ে
      গেলে আপনি
      আপরার নাম ও
      পাসওয়ার্ড দিয়ে login করুন এর সাথে
      সাথে আপনি
      10$ পেয়ে
      যাবেন
      এবং আপনার profile এ একটা
      রেফার্ড লিংক
      থাকবে ওটা
      ফেসবুকে,টুইটার,জিমেইল এ শেয়ার
      করুন
      আর
      ইনকাম করুন
      এটাকে বলা হয় c.p.a marketing । একবার try করে দেখতে পারেন ।

      Delete
    2. Ami online theke income krte cai

      Delete

    3. ১০০% সত্য মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা অনলাইনে ইনকাম করতে চাইলে ভিজিট করুন

      Online Income Tips
      www.oitips2.blogspot.com

      Delete
  2. আমি লেখা লেখি করতে পারি। আমি কি কোন ভাবে ঘরে বসে আয় করতে পারবো? যদি পারি তবে তা কোন ধরনের কাজ করতে পারবো এবং কি করে কাজ পাব জানালে খুশি হবো। আপনাকে ধন্যবাদ।

    ReplyDelete
  3. অনলাইন আয় নিয়ে ভালো একটি পোস্ট করেছেন। আমি ব্লগ লিখে টুকটাক আয় করতেছি। নতুনদের জন্য পোস্টটি কাজে আসবে। ধন্যবাদ...

    ReplyDelete
  4. আমার একটি ব্লগ সাইট আছে সেখান থেকে আমি কি ইনকাম করতে পারি? এর জন্য আর আমাকে কী করতে হবে? পারলে একবার দেখে আসতে পারেন-
    http://resultsallbd.blogspot.com/ যদি কোন মতামত থাকে তাহলে জানাবেন?

    ReplyDelete
  5. একটি নির্ভরযোগ্য PTC সাইট হল Clixsense. এখান থেকে খুব সহজেই আয় করা যায়। http://www.clixsense.com/?7642947 লিংকে ক্লিক করে ফ্রি রেজি: করে আজই আয় করা শুরু করে দিন। বিস্তারিত জানার জন্য গুগলে সার্চ করে নিশ্চিত হতে পারেন। ধন্যবাদ।

    ReplyDelete
  6. Good post

    অনলাইনে ইনকাম করুন আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়ে

    http://anayetsk.blogspot.com/2015/06/blog-post_17.html

    ReplyDelete
  7. Best earning site...
    • 100% Referral Click Commissions
    • 10% Affiliate Program
    • Revenue Sharing from 10$ to $200
    • 150% Power Plan Cycle
    • 210% Fast Track Power Cycle
    • Rent Referrals with High Average

    https://trafficmonsoon.com/?ref=rctg12

    http://www.pvtraffic.com/?r=rctg12

    http://www.kinztraffic.com/?r=rctg12

    ReplyDelete
  8. আপনার লেখাটি সুন্দর । ইন্টারনেটে উপার্জনের বিভিন্ন উপায় রয়েছে । অনলাইন আয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এমন একটা ওয়েবসসাইট যা অবশ্যই দেখা উচিত।

    ReplyDelete

  9. Online income source visit below site

    http://onlineincomebd12.weebly.com/online-income/trafficmonsoon

    ReplyDelete
  10. এবার হাতে খড়ি হোক ওয়েবডিজাইনে। নতুনরা ওয়েব ডিজাইন শিখুন বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখে!
    http://voiceyeakub.blogspot.com

    ReplyDelete
  11. আপনি কি signup এর কাজ করে প্রতি মাসে ৬০০০ হাজার থেকে ১২০০০ টাকা আয় করতে চান ? তাহলে এই আরটিকেলটি আপনার জন্য ।

    হাই বন্ধুরা আসাকরি সবাই ভালো আসেন ?
    আপনারা যারা অনেক দিন ধরে অনলাইন থেকে আয় করার কথা ভাবতেচেন বা অনেকবার চেষ্টা করেও সফল হন নি বা টাকা ইনভেস্ট করে ফুতুর হয়েছেন তাদের জন্য আমি একটি ভালো খবর এনেছি ।

    আগেই বলে রাখি এখানে কাজ করতে আপনার কোন প্রকার টাকা প্রদান করতে হবে না । আপনি কাজ কম্পিউটার বা মোবাইল দিয়েও করতে পারবেন । কাজ করার জন্য যা যা লাগবে:-
    ১. ইন্টারনেট
    ২. কম্পউটার বা মোবাইল
    ২. স্কাইপ আইডি
    ৩. একটা জিমেইল আইডি
    বিস্তারিত জানতে যোগাযোগ করুন :-
    ১. Phone: 01878931078
    ২. Skype: Akas2540
    ৩. Facebook ID: https://www.facebook.com/profile.php?id=100010231237806
    ৪. Group: https://web.facebook.com/groups/1716793171886326/
    লেখাটি ভালো লাগলে শেয়ার করুন ।
    সবাই ভালো থাকবেন ।

    ReplyDelete
  12. visit my site http//jaynalbd.blogspot.com

    ReplyDelete
  13. অসংখ্য ধন্যবাদ । এডসেন্স হোলো গুগলের একটি এডভারটাইজ সার্ভিস । গুগল অ্যাডসেন্স থেকে প্রতিমাসে হাজার ডলার 50,000 টাকা আয় করুন...
    বিস্তারিত, ফ্রী ডাউলোড করুন
    Bangla Audio
    Hindi Audio
    Kolkata Audio
    নিউবাস্ক থেকে প্রতি মাসে - Hindi Video
    ১৫০০০-২০০০০ টাকা - Kolkata Video
    আয় করুন খুব সহজে - Bangla Video
    ঘরে বসে - New Natok
    অনেক ধন্যবাদ - Android Apps

    ReplyDelete
    Replies
    1. আপা আমি বা অন্নরা ডাউনলোড করলে আপনি ডলার পাইয়া যাবেন হিমম

      Delete
  14. যারা অনলাইন এ চেষ্টা করছেন কিন্তু আয় করতে পারছেন না তাদের জন্য ট্রাফিক মনসুন হলো
    সবচয়ে ভালো উপায়।আয় যে হবে তা ১০০% নিশ্চিত।বিস্তারিত জানতে ভিজিট করুন, http://earnbdonline16.blogspot.com/?m=1

    ReplyDelete
  15. যারা অনলাইন এ চেষ্টা করছেন কিন্তু আয় করতে পারছেন না তাদের জন্য ট্রাফিক মনসুন হলো
    সবচয়ে ভালো উপায়।আয় যে হবে তা ১০০% নিশ্চিত।বিস্তারিত জানতে ভিজিট করুন, http://earnbdonline16.blogspot.com/?m=1

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. টিউনটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ । Bangla blog

    ReplyDelete
  18. দারুন পোস্ট খুব ভালো লাগলো।আশাকরি আরো ভালো পোস্ট পাবো।দারুন পোস্ট।খুব ভালো
    bangla tech tricks the best bangla tech site

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. শুভেচ্ছা জানাচ্ছি,

    আমি হেমা ইন্সটাফরেক্স পার্টনার ম্যানেজার।

    আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি কমিশন পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। এর জন্য আপনাকে কোন ইনভেস্ট বা ট্রেড করতে হবে না ।

    আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে । আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।

    ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।

    ReplyDelete
  21. চাইলে আপনি আপনার এই ব্লগের জন্য একটি ফ্রী ডোমেইন পেতে পারেন। আপনার নাম.lekhok.club এই নামটি আপনার ব্লগের জন্য খুব ভালো হবে।

    ReplyDelete
  22. অনেক সুন্দর পোস্ট ভাই।
    .
    পোস্ট করে প্রতি মাসে ৫-১০ হাজার টাকা ইনকাম করতে চাইলে আমার পোস্ট তা দেখতে পারেন।
    লিঙ্কঃ https://androidarmy24.blogspot.com/2019/05/with-payment-proof.html

    ReplyDelete
  23. শুভেচ্ছা জানাচ্ছি,

    আমি হেমা ইন্সটাফরেক্স পার্টনার ম্যানেজার।

    আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি কমিশন পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। এর জন্য আপনাকে কোন ইনভেস্ট বা ট্রেড করতে হবে না ।

    আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে । আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।

    ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।

    ReplyDelete

  24. ১০০% সত্য মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা অনলাইনে ইনকাম করতে চাইলে ভিজিট করুন

    Online Income Tips
    www.oitips2.blogspot.com

    ReplyDelete
  25. Nasrin Yeakub Family Vlog দেখতে এখনি ভিজিট করুন

    ReplyDelete

Like us on Facebook
Follow us on Twitter
Recommend us on Google Plus
Subscribe me on RSS